বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা জেলাধীন বোরহানউদ্দিন উপজেলা ৪নং কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত শাহাবাজপুর গ্যাস ফিল্ড। এই উপজেলাধীন গ্যাস ফিল্ড থেকে সরবরাহকৃত গ্যাস থেকে ভোলার নিজেস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে থেকে প্রক্রিয়াক্রমে ৩৪.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই উৎপাদিত বিদ্যুৎ দ্বারা ভোলা জেলার বিদ্যুৎ চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে সংযুক্ত করা আছে।
যোগাযোগ ব্যবস্থা
ক্র: নং |
গন্তব্য |
পরিবহন |
ভাড়া |
দূরত্ব |
০১ |
বোরহানউদ্দিন উপজেলা চত্বর থেকে বোরহানগঞ্জ বাজার এবং বোরহানঞ্জ বাজার থেকে শাহবাজপুর গ্যাস ফিল্ড |
মোটরসাইকেল |
৩০ টাকা |
৫ কিলো মিটার |
অটোরিক্সা |
৩০ টাকা |
|||
ইজিবাইক |
৩০ টাকা |
|||
০২ |
ভোলা সদর বাস স্টান্ড থেকে বোরহানগঞ্জ বাজার। বোরহানগঞ্জ বাজার থেকে শাহবাজাপুর গ্যাস ফিল্ড |
বাস মোটরসাইকেল |
৪৫ টাকা ১৫০ টাকা |
২৪ কিলোমিটার |
কিভাবে যাওয়া যায়:
রিক্সা, অটোরিক্সা, টেম্পু দিয়ে যাওয়া যায়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস