বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর বোরহানউদ্দিন উপজেলাধীন কাচিয়া ইউনিয়ন পরিষদ। পক্ষিয়া মৌজার জেল নং-৩২, দলিল নং-৬৭১০, এস.এ-১২২৬ এবং ৩২৩৬, ৩২৩৭ নং দাগে ৫১ শতক জমির উপর ভোলা-চরফ্যাশন প্রধান সড়কের ১৫ মিটার পশ্চিম পার্শ্বে নিজস্ব ভবনে কাচিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত ।যে ইউনিয়ন পরিষদের মাটির নিচে রয়েছে অমূল্য খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। কাচিয়া ইউনিয়নের পূর্ব দিকে টবগী ইউনিয়ন পশ্চিমে কুতুবা ইউনিয়ন উত্তরে পক্ষিয়া ইউনিয়ন।
ইউনিয়ন পরিচিতি
ইউনিয়ন পরিষদের নাম : ০৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদ।
মোট আয়তন : ২৪.৫০ বর্গ কিঃ মিঃ ।
লোকসংখ্যা : ৩৫,৩০০ জন (প্রায়)(তথ্য আ:শু:২০১১খ্রি:)
গ্রামের সংখ্যা : ০৩টি
মৌজা : ০৩ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় : ০৫ টি (সাইক্লোন সেল্টার)
বেসরকারি/রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ০৯ টি (সাইক্লোন সেল্টার)
মাধ্যমিক বিদ্যালয় : ০৩ টি
নিন্ম মাধ্যমিক বিদ্যালয় : ০৩ টি
দাখিল মাদ্রাসা : ০৪ টি
মহাবিদ্যালয় : ০১ টি
শিক্ষার হার : ৫৩%
হাট-বাজারের সংখ্যা : ০২ টি
খোয়ার : ০৭ টি
বেড়ি বাধ : ৪.৫০ কিলোমিটার
মসজিদের সংখ্যা : ৬৫ টি
মন্দিরের সংখ্যা : ০৫ টি
কালভার্টারে সংখ্যা : ৪৮ টি
ব্রীজের সংখ্যা : ১১ টি
ঐতিহাসিক/পর্যটন স্থান : ০২ টি ( শাহবাজপুর গ্যাসফিল্ড)
কমিউনিটি ক্লিনিক : ০৩ টি
পেশা : কৃষি
উপজেলা সদর থেকে যোগাযোগ : মটর সাইকেল,রিক্সা,অটো রিক্সা, বাস
নির্বাচন : ৩০ই মার্চ ২০১৫ খ্রি:
নির্বাচিত চেয়ারম্যান : আলহাজ্ব আব্দুর রব কাজী
শপথ গ্রহণের তারিখ : ০৩ই এপ্রিল ২০১৫ খ্রি:
ইউপি হতে চার্জ গ্রহণের তারিখ : ০১ জুলাই ২০১৫ খ্রি:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস