গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
০৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
ডাকঘর : কুঞ্জের হাট, উপজেলা : বোরহানউদ্দিন, জেলা : ভোলা।
স্মারক নং-কাচিয়া/ইউপি/বোর/২০১৮/ তারিখ : ৩১/০৩/২০১৮ইং
বিষয়: ২০/২০১৮ নং প্রতিবেদন
বাদী:মো: সালাম পিং-মৃ হাজী আমির হোসনে সাং:কাচিয়া,ওয়ার্ড নং ০২, পো:বোরহানগঞ্জ, উপজেলা:বোরহানউদ্দিন,জেলা:ভোলা। |
বিবাদী:০১।আবুল হাশেম পিং-ছমেদ মোল্লা ০২। মো: তৈয়বুর পিতা : আ: রব ০৩। মোসা: সাহিদা পিতা: আ: আলী ০৪।মো: সবুজ মোল্লা,পিং-আ: আলী সাং: কাচিয়া,ওয়ার্ড নং ০২, পো:বোরহানগঞ্জ, উপজেলা:বোরহানউদ্দিন,জেলা:ভোলা। |
অদ্য ৩১/০৩/২০১৭ ইং উক্ত নং মোকদ্দমার সরে জমিনে তদন্ত প্রতিবেদনের তারিখ ধার্য আছে।। বাদী ও বিবাদী পক্ষ হাজির আছেন।পক্ষদ্বয়ের মানিত শালিশ ০১.জনাব আব্দুর রাজ্জাক এম,ইউ,পি, কাচিয়া,০২। বশির মিয়া গন্যমান্য ব্যক্তি ,০৩। মো: নিজাম উদ্দিন সিকদার এম,ইউপি ০১নং ।০৪.জনাব বাবুল সিকদার গন্যমান্য ব্যক্তি গন হাজির আছেন। উপস্থিত মানিত শালিশ গন ও আমি আলহাজ্ব আবদুর রব কাজী বিশিষ্ট গ্রাম আদালত গঠন করা হলো। বাদী পক্ষের লিখিত আর্জি খানা পর্যালোচনা করেন। উক্ত তারিখে সরে জমিনে তদন্ত করি। বাদী পক্ষের আর্জির পর্যালোচনা ও সরে জমিনে তদন্ত করে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়।
মৌজা কাচিয়া জে,এল নং ৫৭,খতিয়ান নং-৭২৩,দাগ নং-৩০৫৪-৫৭ মোট জমির পরিমান-২.৯৩ একর। বাদী পক্ষের দাবী কৃত জমি ৯৭.৬৭ শতাংশ জমি। তা হলো -
০১। দোলোয়ার হোসেন -
০২। আমির হোসেন -
০৩। উলফত নেছা -
কিন্ত বিবাদী পক্ষ উক্ত জমির ভাগ বন্টনের ব্যাপারে উচ্চ আদালতে মোকদ্দমা দায়ের করেছেন। তাই বিবাদী গন উক্ত জমির উচ্চ আদালতের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত জমির পরিমাপ করতে রাজি না।
আলহজ্ব আবদুর রব কাজী
চেয়ারম্যান
০৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদ
বোরহানউদ্দিন,জেলা-ভোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস